|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গোকুল কৃষ্ণ চন্দ্র বিদ্যালয়ের ১৫৩তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো শুক্রবার।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নৃত্য ,আবৃত্তি,গান ,নাটক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত প্রধান সাগর প্রধান, শ্রীবাটী গোকুল কৃষ্ণ চন্দ্র বিদ্যালয়ের সভাপতি করবিবরণ মন্ডল, শ্রীবাটী গোকুল কৃষ্ণ চন্দ্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকান্ত কর্মকার, শ্রীবাটী গোকুল কৃষ্ণ চন্দ্র বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষক পান্নালাল রায় সহ প্রমুখ। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের দিন শ্রীবাটী গোকুল কৃষ্ণ চন্দ্র বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষক পান্নালাল রায়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের চাঁপাকলা বিতরণ করা হয়। শুক্রবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। নাচ, গান, নাটকে জমে উঠেছে প্রতিষ্ঠা দিবস। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠান দেখার জন্যে ভীড় জমায়। অভিভাবক অভিভাবিক সহ এলাকাবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিভাবক অভিভাবিক সহ এলাকাবাসীরা বিদ্যালয়ের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।