মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মেমারির শিক্ষক

নূর আহমেদ, মেমারি : ১০ এপ্রিল মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্কুল শিক্ষকের। মঙ্গলবার সকালে মেমারির শিক্ষক প্রবীর ঘোষ বর্ধমানে ডায়ালিসিস করাতে আসার সময় শক্তিগড় থানার জোতরাম এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৫১ বছর। জানা যায় মেমারি চেকপোষ্ট এলাকায় আনন্দমার্গ স্কুলের পিছনে প্রবীর ঘোষের বাড়ি। তিনি মেমারি থানার কাশিয়াড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন । পরিবার সূত্রে জানা যায় প্রবীর ঘোষ প্রতিদিনের মতো বর্ধমানে ডায়লেসিস করতে গিয়েছিলো বাড়ি থেকে গতকাল ভোর বেলা একটি চারচাকা গাড়ি করে,বর্ধমানের উদ্দেশ‍্যে,তখনি যাওয়ার পথে জোতরাম এলাকায় একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে চারচাকা গাড়িটির চালক। ঘটনায় গুরুতর আহত অবস্থায় বর্ধমান শহরে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় সেখানেই মঙ্গলবার বিকেলে মৃত্যু হয় তার। প্রবীরবাবুর সঙ্গে ছিলেন তার স্ত্রী। তিনি এবর গাড়ির চালকও অল্পবিস্তর আঘাত পান বলে জানা যায়। প্রবীরবাবু দেহ ময়নাতদন্ত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তার পর দেহ মেমারির বাড়িতে নিয়ে আসার পর অন্তিমক্রিয়া করা হয়। জানা যায় প্রবীর ঘোষ দীর্ঘদিন ধনে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সঙ্গে যুক্ত ছিলেন। তার ১৬ বছরের একটি পুত্র সন্তান বর্তমান।