|
---|
নূর আহমেদ : এদিন ১৪ই এপ্রিল রবিবার মেমারির নুদিপুর মোড়ে ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন কে সামনে রেখে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য সহযোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় মেমারিতে। আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের ও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। এই শোভাযাত্রাটি মেমারীর মাদার টেরেসা নার্সিংহোম সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এবং নদীপুর মরে ডক্টর বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে গিয়ে ডঃ বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে ভারতের সংবিধানের রচয়িতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং এদিন এই বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন কে সামনে রেখে একটি মহতি রক্তদান শিবিরের ও আয়োজন করা হয় ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে।
পাশাপাশি মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিমলা ত্রিমূর্তি ক্লাবের পক্ষ থেকেও একটি শোভাযাত্রা নুদিপুর মোড়ে ডক্টর বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে উপস্থিত হয় এবং ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে ডক্টর বি আর আম্বেদকর এর প্রতি শ্রদ্ধা জানান শিমলা ত্রিমূর্তি ক্লাবে সদস্যরা।
এদিনেই মেমরিতে নির্বাচনী কর্মসূচিতে এসেছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ শর্মিলা সরকার। তিনিও এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং ডঃ বি আর আম্বেদকরে মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এদিন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করায় তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এবং মেমারি এক নম্বর ব্লকের একেবারে ব্লক স্তর থেকে বুথ স্তর পর্যন্ত দলীয় নেতা কর্মীরা পতাকা হাতে নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এবং এদিন ডঃ বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে রাজনৈতিক দলীয় বক্তব্য রাখতেও শোনা গেল মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জিকেও। সব মিলিয়ে ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এদিনের এই কর্মসূচিতে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সহ মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির প্রথম সারির নেতারা যোগদান করাই লোকসভা নির্বাচনের প্রচারের মাধ্যম হিসেবেই ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির এদিনের এই কর্মসূচিকেই বেছে নিল শাসক শিবির।
আসুন শুনে নেব এই বিষয়ে কি জানালেন ডঃ বি আর আম্বেদকর স্মৃতির রক্ষা কমিটির সহ-সভাপতি ডঃ কৃষ্ণপদ বিশ্বাস….
ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মেমারিতে এদিনের এই কর্মসূচিতে যোগদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ শর্মিলা সরকার?
ডঃ বি আর আম্বেদকরের জন্ম দিবস পালনের অনুষ্ঠানে এদিন মেমারির দুই নিতায়ের ধামশা বাজানোর ছবিও আমাদের ক্যামেরাবন্দি হলো। মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি ও দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ কে দেখা গেল আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে ধামসা বাজাতে ও নিত্য করতে পাশাপাশি পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ শর্মিলা সরকার আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের হাতে হাত ধরে নৃত্য করতে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম।