ভারত-বাংলাদেশ সীমান্তে সোনাই নদীতে দুই বাংলার অভিনব নৌকা বাইচ

 

     

     

     

    নিজস্ব সংবাদদাতা,বসিরহাট:

    ভারত-বাংলাদেশ সীমান্তে সোনাই নদীতে দুই বাংলার নৌকা বাইচ অনুষ্ঠিত হল। দীর্ঘ ২২ বছর পর দুই বাংলার নৌকা বাইচের মধ্য দিয়ে সম্প্রীতির মেলবন্ধনের ছবি দেখা গেল। পবিত্র ঈদের দিনে দুই দেশের বাসিন্দারা নৌকা বাইচের মধ্য দিয়ে একে অপরের মধ্যে আলিঙ্গন, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময় করলেন। বসিরহাটের স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হলো দুই বাংলার মিলন উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা। দীর্ঘ ২২ বছর পর স্বরূপনগরের সীমান্ত এলাকা হাকিমপুরে পুনরায় অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। জানা যায়, এই নৌকা বাইচ প্রতিযোগিতা ২০০২ সালে বন্ধ হয়ে যায়। অবশেষে বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর বাজার কমিটি এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আবারও অনুষ্ঠিত হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরাও।

    এই প্রতিযোগিতা একসময় দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করতো। কালের নিয়মে যা হারিয়ে গিয়েছিল। তাই প্রায় দুই যুগ পর আবার দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সহযোগীতায় এই নৌকা বাইচ আয়োজিত সীমান্তের জিরো পয়েন্টের বাসিন্দারা আনন্দ ও আবেগে ভেসে যান। সীমান্ত রেখা অতিক্রম না করে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। দুই দেশের দুই সীমান্তে অর্থাৎ নদীর দুই পাড়ে একদিকে ভারতের স্বরূপনগর এলাকার মানুষজন ভিড় জমায়।

    অন্যদিকে বাংলাদেশের সীমান্তে সাতক্ষীরার কলারোয়া থানার কেড়গাছি এলাকার মানুষজন ভিড় জমান। দীর্ঘদিন পরে সীমান্ত এলাকায় একত্রিত হতে পেরে খুশি দুই দেশের সাধারণ নাগরিকও। বিশেষ করে ঈদের দিন এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় সাধারণ নাগরিকদের পাশাপাশি সংখ্যালঘুদের মধ্যেও আবেগের বিচ্ছুরণের ছবি ভেসে ওঠে।