ঈদ উপলক্ষে হাওড়া জেলার ভূপতিপুর লস্করপাড়া রেড স্টার ক্লাবের ঈদ মিলন উৎসব

 

     

     

    ইলিয়াস মল্লিক,হাওড়া :

    পবিত্র ঈদ উপলক্ষে হাওড়া জেলার ভূপতিপুর লস্করপাড়া রেড স্টার ক্লাবের ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হল গত শুক্রবার সেই মঞ্চেয় গ্রামের সুখ্যাত দ্বীনিয়াত মুনাজ্জম মক্তবের পাঁচ কৃতি সন্তান কুরআনে হাফেজ হয়ে পাঁগড়ি গ্রহন করলেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছাত্ররা সাফল্য অর্জন করলে সেই সাফল্যকে বিভিন্ন মাধ্যমে উদযাপন করা হলেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত ছাত্রদের সেভাবে উৎসাহ দেওয়া হয়না বলে ভূপতিপুর রেড স্টার ক্লাব তাদের অনুষ্ঠানের মঞ্চ ভাগ করে নিয়েছিল এই মহৎ এক সাফল্যকে উদযাপন করতে। ভূপতিপুর দ্বীনিয়াত মাদ্রাসা গত কয়েক বছর ধরে মুসলিম ছাত্রদের সামাজিক পড়াশোনার সাথে সাথে কুরআনের শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, ইতিমধ্যেই তাদের ছাত্ররা বিভিন্ন স্কুল কলেজের সাধারণ পড়াশোনার পাশাপাশি এখান থেকে হাফেজ মাওলানা হয়েছে, সেই ধারা অব্যাহত রয়েছে এবছরেও। দ্বীনিয়াত মাদ্রাসা থেকে এবছর যথাক্রমে মহঃ ইমামূল, নাজিবুর, মিজান, ইমরান, ও রামিজ পাঁচজন ছাত্রর কুরআনে হাফেজ হয়েছেন। ঐদিন ভূপতিপুর রেড স্টার ক্লাবের ঈদ মিলন উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মাননীয় সীতানাথ ঘোষ মহাশয় সহ বরকতউল্লাহ, তপন চ্যাটার্জী ও এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিত্ব