|
---|
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত রামেশ্বরপুর গ্রামে রামেশ্বরপুর ইসলামিক সেবা সমিতির উদ্যোগে বাৎসরিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুবাদকৃত কোরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক তথা আল কোরআন একাডেমী লন্ডনের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ রাকিব হক, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আলিয়াবী, আল- কোরআন একাডেমি লন্ডন-এর দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক মাওলানা আব্দুস সালাম, দাদপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকির হোসেন সাহেব , রামেশ্বরপুর ইসলামিক সেবা সমিতির সভাপতি লোকমান মন্ডল ও NRS মেডিকেল কলেজের ডাক্তারবাবু ডা . মাসুদ করিম সরদার, এলাকার কৃতি সন্তান মাওলানা সাইদুল ইসলাম সহ আরো অনেকেই। পবিত্র কুরআন থেকে কেরাত প্রতিযোগিতা, গজল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট গুনিজনদের সেবায় সেরা সম্মানে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো শতাধিক মানুষের হাতে বাংলা অনুবাদকৃত আল- কোরআন সম্পূর্ণ বিনামূল্যে আল- কোরআন একাডেমি লন্ডন এর সহযোগিতায় এলাকা বাসিদের হাতে তুলে দেওয়া হয়। ডা . মাসুদ করিম সরদার বিজ্ঞানময় কোরআন নিয়ে আলোচনা করেন, মাওলানা মুহাম্মদ রাকিব হক সাহেব বলেন , “অর্থ বুঝে কোরআন পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং রামেশ্বরপুর ইসলামিক সেবা সমিতির ভূয়সি প্রশংসা করেন।” মাওলানা সাইফুদ্দিন আলিয়াবী সাহেব দোওয়া মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন। রামেশ্বরপুর ইসলামিক সেবা সমিতির সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম বলেন, “সমাজ সেবায় তথা মানুষের সেবায় আমাদের সমিতি বদ্ধপরিকর, আমরা দীর্ঘ ১২ বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত আছি।”