ত্রিপুরাতে খেলোয়ার এবং মেন্টর হিসাবে যোগ দিয়ে এই কথা জানালেন প্রাক্তন ভারতীয় খেলোয়ার ঋদ্বিমান সাহা,কি জানালেন?

নিজস্ব সংবাদদাতা: আমি আবার নতুন করে শুরু করতে চাই।ত্রিপুরাতে খেলোয়ার এবং মেন্টর হিসাবে যোগ দিয়ে এই কথা জানালেন প্রাক্তন ভারতীয় খেলোয়ার ঋদ্বিমান সাহা। তিনি জানালেন আমি দেখিয়ে দিতে চাই আমি এখনো ফুরিয়ে যাই নি। গত ছয় মাসে আমার সাথে প্রচণ্ড অন্যায় করা হয়েছে।আমি তো কাউকে আঘাত করতে চাই নি। এবারের আই পি এল তার প্রমান। নাম না করে সৌরভ এবং দ্রাবিড়কে একহাত নিয়ে ঋদ্বিমান সাহা জানান আমার চেষ্টা ছিল কিন্তুু আমাকে কেউ সাহায্য করল না।আমি বাংলা ছাড়তে চাই নি।আমাকে জোর করে বাংলা ছাড়তে বলা হল।আমি একজন খেলোয়ার হিসাবে যতটুকু সন্মান আশা করি সেটাই পেলাম না তাই বাংলা ছাড়তে বাধ্য হলাম।আমার লড়াই আমার বিপক্ষে যারা আছেন তাদের সাথে।যারা আমাকে প্রতিনিয়ত হতাশ করে এসেছেন।আমার মনে হয় ত্রিপুরা এসে আমি আমার ক্রিকেট কেরিয়ারের শেষটা উপভোগ করতে পারবো।তিনি আরো জানান বর্তমান ভারতীয় খেলোয়ারদের জন্য আমার থাকল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমার দেশ এই সিরিজ জীতে ফিরবে ঈশ্বরের কাছে এতটুকুই প্রার্থনা করছি।এখন আমার একমাত্র লক্ষ যেভাবেই হোক না কেন ত্রিপুরার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া।যারা আমাকে আমার জায়গা ফিরিয়ে দেবার চেষ্টা করছে বিনিময়ে তাদের তো কিছু ফিরিয়ে দিতে হবেই। জানালেন ঋদ্বিমান সাহা।