ধনিয়াখালির ঘনরাজপুরে “সুরসপ্তকের” বসন্ত উৎসব।

সেখ সিরাজ,ধনিয়াখালি : ১১ই এপ্রিল ছন্দে, সুরে, নৃত্যে,গীতে রঙের উৎসব উদযাপন হলো ধনিয়াখালীর ঘনরাজপুরে নবপ্রসাদ ঘোষ মাষ্টারমশাই আম্রকুঞ্জে। সমস্ত অনুষ্ঠান টির পরিবেশনায় ছিলেন সুরসপ্তকের ছাত্রছাত্রী বৃন্দ। সঙ্গীত পরিচালনা করেন মৌমিতা মল্লিক দাস এবং সম্প্রীতি চট্টোপাধ্যায় পাল মহাশয়া। অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় ছিলেন মিষ্টু মোহান্ত পাত্র। সমস্ত অনুষ্ঠান পরিচালনা এবং রূপায়নে ছিলেন পার্থ মল্লিক মহাশয়। মনোজ্ঞ অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন মাননীয় অমিত ভট্টাচার্য মহাশয়। প্রথমে সঙ্গীত এবং নৃত্যের ছন্দে এলাকা পরিক্রমণ করা হয়। এরপর অমিত বন্দোপাধ্যায় (বাপী ঠাকুরের) প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। তারপর সুরভারতী কর্তৃক ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।এই বসন্ত উৎসবে ছাত্রছাত্রীরা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে এবং তার সাথে নৃত্যানুষ্ঠান এক অন্য মাত্রা আনে। শেষে সিনিয়র ছাত্রছাত্রীরা একক সঙ্গীত পরিবেশন করে সকলের মন জয় করে নেয়। অনুষ্ঠানে কীবোর্ডে সহায়তা করেন বিশ্বজিৎ ঘোষ, অক্টোপ্যাডে পার্থ জিৎ সাঁতরা এবং হ্যান্ডসনিকে পিনাকী শঙ্কর চট্টোপাধ্যায়। এলাকার মানুষদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।