ঈদের সকালে নামাজ পড়া ব্যক্তিদের মিষ্টি মুখ ও চারাগাছ উপহার

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ৩০ দিনের মাহে রমজান মাসে রোজা বা সিয়াম সাধনার পর অবশেষে পবিত্র ঈদুল ফিতর। সারা বিশ্বজুড়ে ছোটো বড় সমস্ত জায়গায় পালিত হচ্ছে এই পবিত্র উৎসব। আর এই দিনটিকে কেন্দ্র করে এক কর্মসূচীর উদ্যোগ নিয়েছে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে সাগরদিঘির হড়হড়ি বড়ো ঈদগাহতে নামাজের শেষে সমস্ত মানুষকে মিষ্টিমুখ করিয়ে ইদের শুভেচ্ছা জানানো হয়। শুধু মিষ্টিমুখই নয় এলাকার প্রায় তেরোশো জন মানুষের হাতে ট্রাস্টের পক্ষ থেকে চারাগাছ তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। চারাগাছের মধ্যে মূলত ছিল কাঁঠাল,লেবু ও মেহগনি গাছ। ট্রাস্টের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিজন রায় মহাশয় সহ ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস, সভাপতি রাধারানী দেবনাথ দাস, সদস্য মিঠুন দাস, বিশ্বজিৎ সাহা, অমিতাভ চৌধুরী সহ আরো অনেকেই। বিশেষভাবে সহযোগিতার করেন শেখ সুফিউদ্দিন। ট্রাস্টের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেখানকার মৌলবী হাফেজ কারী মাওলানা ফিরোজ আলম সাহেব, এছাড়াও উৎসবের দিনে চারাগাছ উপহার পেয়ে খুশি গ্রামবাসীরা। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস সকলকে ঈদের শুভেচ্ছা বার্তা জানান এবং বলেন এরকম কর্মসূচি তারা প্রতিবছরই করে থাকেন বিভিন্ন মসজিদ বা ঈদগাহের সামনে যেখানে বহু মানুষকে একসাথে পাওয়া যায়। এইসমস্ত কর্মসূচীর মাধ্যমে আমরা সকলের মধ্যে একটি সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই। অন্যদিকে ট্রাস্টের সভাপতি রাধারানী দাস চারাগাছ বিতরণ নিয়ে বলেন ট্রাস্টের প্রতিটি কর্মসূচীতে চারাগাছ বিতরণের উদ্দেশ্য বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশের রক্ষার্থে ও এক সুস্থ সমাজ গড়ে তুলতেই তাদের এই পদক্ষেপ। তিনি সকলকে অনুরোধ জানান এই গাছগুলিকে সকলে যেন যত্ন করে বড় করে তোলেন।