রহড়ায় অনুষ্ঠিত হল শত কন্ঠে শত কবি কবিতা পাঠের আসর।

লুতুব আলি, নতুন গতি : উত্তর ২৪ পরগনার খড়দহ, রহড়ায় স্বামী পুণ্যানন্দ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল শত কন্ঠে শত কবি কবিতা পাঠের আসর। এই অনুষ্ঠানের রূপকার রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য উত্তরসূরী বিশিষ্ট কবি ও গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক, শতাধিক গুণী ব্যক্তিদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের প্রারম্ভে নান্দনিক সূচনা পর্বে স্বাগত ভাষণ দেন পরাশর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শত কন্ঠে শত কবি অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়েছে। শত কন্ঠে শত কবি এই প্লাটফর্মে প্রবাসী বাঙ্গালীদের কাছ থেকেও ব্যাপক সাড়া মিলেছে। এই অনুষ্ঠানটি কবি সাহিত্যিকদের সমন্বয়ে উৎকর্ষতা সাধন করতে সক্ষম ঘটিয়েছে। দুইদিনব্যাপী প্রায় দেড়শ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরসূরী তথা বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যয়, আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কর্ণধার সুনীল চক্রবর্তী, ব্রিগেডিয়ার ও রানাঘাট বইমেলার সভাপতি তুষার কান্তি মুখোপাধ্যায়, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উত্তরসূরী তথা মিশন বিদ্যাসাগরের কর্ণধার বিশিষ্ট সাহিত্যিক অমিতাভ বন্দ্যোপাধ্যায়, মনিমাল্য কর্ণধার কবি পার্থসারথি চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পরাশর বন্দ্যোপাধ্যায় আরো জানান, শুধুমাত্র কবিতাকে ভালোবেসে দূর দূরান্ত থেকে কবিদের আগমনে মুখরিত হয়ে ওঠে শত কন্ঠে শত কবি র অনুষ্ঠান। আগামী দিনে আরও বর্ণময় করে তোলার ক্ষেত্রে উপস্থিত কবিদের অঙ্গীকার অনেক প্রত্যাশা বাড়িয়ে দিয়ে গেলো।