মহান হুল দিবস স্মরণে আলোচনা সভা

সাকিব হাসান,জঙ্গল মহল: ‘মহীরুহ’ ট্রাস্ট ও বীর বিরসা সিধু কানু মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে আজ জঙ্গলমহলের চাকডোবা অঞ্চলে মহান ‘হুল দিবস’ স্মরণ অনুষ্ঠান পালন করা হলো। এই অনুষ্ঠানে স্থানীয় প্রায় চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ভারতবর্ষ তথা সামগ্রিক পৃথিবীর ইতিহাসে ইংরেজ সরকারের বিরুদ্ধে আদিবাসী কোল, ভীল, মুণ্ডা, ওঁরাও, শবরদের রক্তক্ষয়ী আন্দোলের কথা আমরা অনেকেই জানি। হুল দিবসের এই তাৎপর্য নিয়ে আলোচনা করেন মহীরুহের শুভাকাঙ্খী তথা অভিভাবক বিশিষ্ট আদিবাসী কবি লেখক প্রাবন্ধিক শ্রী সারদা প্রসাদ কিস্কু মহাশয়। এছাড়াও এই মহান দিবস স্মরণের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন মহীরুহের সম্পাদক সুদীপ্ত বেতাল মহাশয়। বীর বিরসা সিধু কানু মেমোরিয়াল ক্লাবের সহ-সভাপতি রামচরণ টুডু মহাশয় দিনটির তাৎপর্য আগামী দিনে আরও বেশী মানুষের মধ্যে নিয়ে যাওয়ার এবং সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আবেদন রাখেন।

    সর্বশেষে এই দিবস উপলক্ষ্যে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রদের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয় ও মহীরুহের পক্ষ থেকে সব খেলোয়াড়কে পুষ্টিকর খাবার, মাস্ক দেওয়া হয়। ম্যাচের শেষে সেরাকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কৃত করা হয়। সবশেষে মহীরুহ ট্রাস্টের সম্পাদক সুদীপ্ত বেতাল মহাশয় জানান – “জঙ্গলমহলের এই আদিবাসী মানুষেরা অত্যন্ত সৃষ্টিশীল। সংস্কৃতি, কারুকার্য, হাতের কাজ সবকিছুতেই তাদের অভিনবত্ব চোখে পড়ার মতো। কিন্তু তারা আজও অনেক পিছিয়ে আছে। মহীরুহ ট্রাস্ট তাদের মধ্যে থাকা নিজস্ব এই সংস্কৃতি, সৃষ্টিশীলতা, হাতের কাজ এগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের উন্নতি সাধনে সর্বদা ব্রতী হবে।”