রেলওয়ে স্টেশন চত্বরে তাঁবু খাটিয়ে রমরমিয়ে চলছে ব্যবসা

নতুন গতি নিউজ ডেস্ক: পূর্ব রেলওয়ের অধীনস্থ, শিয়ালদহ ডিভিসনের শিয়ালদহ ক্যানিং, নামখানা,বারুইপুর, সোনারপুর ডায়মন্ডহারবার,শিয়ালদহ বারাসাত, হাসনাবাদ বনগাঁ, রানাঘাট বিভিন্ন শাখার স্টেশন চত্বর দখল করে অস্থায়ী, অসাধু ব্যবসায়ী, বহু সংখ্যক হকারের ঔদ্ধত্যে ও দাপটে স্টেশন থরহরি কম্প। ট্রেন ও স্টেশনে চুরি, ডাকাতি, ছিনতাই দিন দিন বেড়েই চলেছে। যাত্রীদের দৈনন্দিন জীবন ও জীবিকা, আসা যাওয়ার স্বাধীনতায় ব্যঘাত ঘটছে। সরকারি বেসরকারি অফিসের যাত্রী, স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা নির্বিবাদে চলাফেরা করতে পারছে না। স্টেশন চত্বর এলাকার আভ্যন্তরীণ নোংরা আবর্জনা যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় স্টেশনের সৌন্দর্য রক্ষায় বাধা প্রাপ্ত হচ্ছে। স্টেশনে প্রকাশ্যে পান,বিড়ি, সিগারেট, গুটখা, তামাক যেমন বিক্রি হচ্ছে। তেমন চা,ফল,সবজি,ফাস্টফুড,জামা, প্যান্ট কাপড় ইত্যাদি সামগ্রী বিক্রিতে সমস্ত স্টেশন যেন শপিং কমপ্লেক্স। ইদানিং করোনা অতিমারি প্রবাহে যদিও বন্ধ।স্বচ্ছতার প্রতি দৃষ্টি রেখে স্টেশন চত্বরকে পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয়। শিয়ালদহ ডিভিসনের সমগ্র স্টেশন চত্বরে হাজার হাজার মানুষ তার দারিদ্র্যতা ও বেকারত্বের তাগিদে রুটি রোজগারের সংগে যুক্ত। যারা অস্থায়ী গুমটি বেঁধে দীর্ঘদিন ব্যবসা করছে। প্রশাসনের নির্দেশিত পরিকল্পনা অনুযায়ী যদি ওদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়,তা হলে শিয়ালদহ ডিভিসনের প্রত্যেকটি শাখার সমগ্র স্টেশন চত্বর পরিচ্ছন্নতার সাথে সাথে সৌন্দর্যায়ন ফিরে পাবে। যাত্রীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এ বিষয়ে এতটুকু দ্বিধা নেই।