প্রচন্ড গরমে ওয়াটার বেল, স্কুলের অভিনব উদ্যোগ

সেখ সামসুদ্দিন, ১৭ এপ্রিলঃ আবহাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে পারদ চড়বে ৪০-৪৬ ডিগ্রি সেন্টিগ্রেড। এই আবহেই চলছে স্কুল! স্কুল মানেই লেখাপড়া, খেলাধুলো আর তাতেই ডিহাইড্রেটেড হবার সম্ভাবনা রয়েছে বাচ্চাদের। পড়ুয়ারা যাতে শরীরে জলের অভাবে অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য এই গ্রীষ্মে ‘ওয়াটার বেল’ দিচ্ছে মেমারি ক্রিস্টাল মডেল স্কুল । স্কুল শুরু থেকে প্রতি ক্লাসের শেষে অথবা টিফিনের ঘণ্টা, ছুটির ঘণ্টা- এ সবের কথা শোনা যায়। কিন্তু ‘ওয়াটার বেল’ আবার কী? মেমারি ক্রিস্টাল মডেল স্কুল কর্তৃপক্ষ শুরু করেছে, স্কুল চলাকালীন প্রতি এক ঘন্টা পর পর ওয়াটার বেল দেওয়া। এই ওয়াটার বেল পড়ার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের জল খেতেই হবে। এ ভাবেই তীব্র গরমে পড়ুয়াদের সুস্থ রাখার উদ্যোগ নিয়েছে এই ইংরেজি মাধ্যম স্কুল। ‘বাচ্চারা ডিহাইড্রেটেড হয়ে অসুস্থ হয়ে না পড়ে তাই এই গরমে বেশি করে জল খাওয়া দরকার , সেটা যাতে নিয়মমাফিক হয়, তার জন্যই ওয়াটার বেল দেওয়া শুরু করেছে স্কুল। এই ধরনের ভাবনা আসে ওডিশা সরকারের শিক্ষা দপ্তরের একটি নির্দেশ থেকে অনুপ্রাণিত হয়েই স্কুলে এমন ব্যবস্থা বলে জানান স্কুলের প্রিন্সিপাল অরুণ কান্তি নন্দী।