|
---|
সেখ সামসুদ্দিন : ৯ জুলাই, তৃণমূল কংগ্রেস দলের মেমারি পুরসভা দখলের ১১ বছর পার হয়ে গেলেও শহর সংগঠনে এসসি, ওবিসি শাখা সংগঠন অফিসিয়ালী ছিল না। আসন্ন পৌর নির্বাচনের প্রাক্কালে আজ মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী ও সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদারের উপস্থিতিতে মেমারি শহর এসসি ওবিসি কমিটি গঠন করা হল এবং শহর এসসি ওবিসি সেলের সভাপতি হিসাবে সেখ সইদুল ইসলামের হাতে নিয়োগপত্র তুলে দেন অচিন্ত্য চ্যাটার্জী। সহ সভাপতি জয়প্রকাশ সিং, সম্পাদক এরফান আলি মল্লিক, সহ সম্পাদক দিলীপ সর্দার, কোষাধ্যক্ষ দেবাশিষ কোলে সহ সদস্যবৃন্দ। একই সঙ্গে সমস্ত ওয়ার্ড সভাপতিদেরও হাতে নিয়োগপত্র তুলে দেন শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী। সভাপতিরা হলেন ওয়ার্ডভিত্তিক ১) দেবাশিষ দলুই, ২) সন্দীপ বিশ্বাস, ৩) হেমন্ত পরামানিক, ৪) অরুণ মন্ডল, ৫) জয়ন্ত ক্ষেত্রপাল, ৬) দীপক কুমার দাস, ৭) দেবাশিষ কোলে, ৮) সুফল বাগ, ৯) দিলীপ সদ্দার ১০) দিনেশ সাহানী, ১১) শাহনায়াজ মল্লিক, ১২) সমীর মন্ডল, ১৩) জয়প্রকাশ সিং, ১৪) উত্তম রায়, ১৫) জিয়াউল ইসলাম, ১৬) মহঃ সাদ্দাম। সেলের শহর সভাপতি সহ ওয়ার্ড সভাপতিদের নির্দেশ দেন দ্রুততার সঙ্গে ওয়ার্ড ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে, সাপ্তাহিক ও মাসিক মিটিং করতে এবং এলাকার এসসি ওবিসি সম্প্রদায়ের শিশু থেকে বয়স্ক সকলে প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা খোঁজখবর নিয়ে কাজ করতে। ফাঁকি কোনরূপ বরদাস্ত করা হবে না, দলের স্বার্থে ঝাঁপিয়ে পড়তে হবে।