বন্দি কবি নজরুল ইসলাম নৈহাটি রেল পুলিশ অফিসে অবস্থান ছিলেন।

আয়ুব আলি : বন্দি কবি নজরুল ইসলামের নৈহাটি রেল পুলিশ অফিসে অবস্থানের ১০০ বছর পূর্তি ১৯২৩ সালের ১৪ ই এপ্রিল নৈহাটি জি আর পি এস অফিসে র এই স্থানে তৎকালীন বৃটিশ সরকারের বিরুদ্ধে রাজরোসের অপরাধে বন্দি থাকার সময় প্রেসিডেন্ট জেল থেকে হুগলি জেলে স্থানান্তরের সময় নৈহাটি রেলওয়ে স্টেশনের জি আর পি এস – এই অফিস ঘরে কয়েক ঘণ্টা অবস্থানে ছিলেন। ইতিমধ্যে সেখানে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ঘটনাকে কেন্দ্র করে স্মৃতি রক্ষার্থে প্রস্তর ফলক স্থাপন করা হয়েছে। আজ ১৪ ই এপ্রিল ২০২৪ শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত হল স্মরন শ্রদ্ধা অনুষ্ঠানে র মাধ্যমে। জি আর পি এস নৈহাটি র আই- সি ইন্দ্রজিৎ ভক্ত ও সাংবাদিক আয়ুব আলি র প্রচেষ্টায় এদিন কবির স্মারক ফলকের সামনে স্মৃতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি পরেশনাথ সরকার, নজরুল চর্চা কেন্দ্র (বারাসাত) – র সভাপতি অধ্যক্ষ ডা: শেখ কামাল উদ্দিন, সম্পাদক শাহজাহান মন্ডল,সদস্য সুপ্রিয়া কুন্ডু,আন্তর্জাতিক মাইম শিল্পী ও নাট্যকার অভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তী, দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন (চুরুলিয়া )- সদস্য আমিয় গাঙ্গুলি , পরিতোষ শীল , অগ্নিবীণা সাংস্কৃতিক ত্রৈমাসিক পত্রিকা র সদস্য সঞ্জয় রায়, সঙ্গীত শিল্পী সৌরদীপ বসু, ললিতা সিনহা, সাংস্কৃতিক কর্মী তুসার আহমেদ, ছিলেন নৈহাটি জি আর পি এস থানার ভারপ্রাপ্ত অফিসার এবং কনস্টেবল গন, এছাড়াও উপস্থিত ছিলেন নজরুল চর্চা কেন্দ্র সদস্য অশোক দাস।