|
---|
নূর আহমেদ,মেমারী : শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন ২০২৩। রাজ্যে অব্যাহত সবুজ ঝড়। তার মাঝেও অস্তিত্ব সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বামেদের। কোথাও কোথাও রয়েছে পদ্মের খোঁচা। এমনকি কোথাও আবার বেড়েছে হিংসার রাস। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে মৃত্যু হয়েছে প্রায় চল্লিশেরও বেশি মানুষের। ভোটের ফলাফল প্রকাশিত হলেও এলাকার অশান্তি রুখতে রাজ্যে রয়েছে এখনো কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে দফায় দফায় চলছে বিভিন্ন এলাকায় রুটমার্চ। সেই ছবি উঠে এলো মেমারিতেও।শুক্রবার সকালে মেমারির গন্তার 2 অঞ্চলের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও মেমারী থানার পুলিশ রুটমার্চ করে। এরপর শুক্রবার বিকালে গন্তার সংলগ্ন শংকরপুর, পারিজাতনগর, উদয়পল্লী মহেশডাঙ্গা ক্যাম্প সহ তৎসংলগ্ন এলাকায় অশান্তি রুখতে চলে দফায় দফায়। ছিলেন জেলা পুলিশের এসডিপিও বর্ধমান সদর দক্ষিণ সুপ্রভাত চক্রবর্তী। মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জি আই.পি.এস. শ্রীনিবাস এম.পি. সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের আধিকারিকরা।
এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে মেমারি থানার পুলিশ রুট মার্চ করছে।