কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কো-অপারেটিভ নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের, আবারো জোর ধাক্কা খেল বিরোধীরা

ফারুক আহমেদ : কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কো-অপারেটিভ এ্যন্ড ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনে ১৫/০ তে হারলো বিরোধীরা, বিশেষ করে বামপন্থীরা। বিগত দিনের তুলনায় জয়ের ব্যবধান একধাক্কায় ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রাজ্যে ধীরে ধীরে বাম ও বিজেপিসহ বিরোধীদের পায়ের তলার মাটি ফিরে পাচ্ছে এমন দাবিকে নস্যাত করে বিশ্ববিদ্যালয়ে সবুজ আবির উড়ল আবারো। রাজ্যজুড়ে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও ব্যতিক্রম ছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের অন্দরে চোরা স্রোতের মতো ক্ষমতা বিস্তার করে রেখেছিল বামেরা। একদা সিপিআইএম এর গড় হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে আবারও জোর ধাক্কা খেল বামেরা। কো-অপারেটিভ নির্বাচনে ফের জয় ছিনিয়ে নিল তৃণমূল। কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে (সজল)-এর নেতৃত্ব এই জয় সুনিশ্চিত হয়েছে।পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পুলিশের নজরদারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র কক্ষে নির্বাচন সংগঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল ও বিরোধীরা মিলে মোট ২৩ জন। এর মধ্যে ১৫ জন তৃণমূল সমর্থিত এবং ৮ জন বিরোধী প্রার্থী। ভোটারের সংখ্যা ছিল ৩৯৬ জন। আর ভোট পড়েছে প্রায় ৬৪ শতাংশ। প্রার্থী হিসেবে লড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক এবং শিক্ষাকর্মীরা। তৃণমূল সমর্থিত প্রার্থীদের মধ্য থেকে জয়লাভ করেন শিক্ষকদের মধ্য থেকে অধ্যাপিকা তপতী চক্রবর্তী, ড. মনোরঞ্জন জানা, ড. দেবব্রত সদ্দার, ড. সুশীল কুমার মণ্ডল। আধিকারিকদের মধ্য‌ থেকে জয়ী হয়েছেন উপ-পরীক্ষা সমূহের নিয়ামক সুভাষ চক্রবর্তী এবং শিক্ষাকর্মীদের মধ্য থেকে ড. সুব্রত বিশ্বাস, সন্দীপ বাকুণ্ডী, অচিন্ত্য সাহা, শংকর চক্রবর্তী, মনোজ কয়াল, সঞ্জু ঘোষাল, সরোজ প্রসাদ, স্নেহ চক্রবর্তী, সুরজ বাঁসফোড় এবং বিশ্বজিৎ দাস।

    পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরেই সম্পন্ন হল এই নির্বাচন প্রক্রিয়া। গত জুন মাসের ১৩-১৪ তারিখে মনোনয়নপত্র জমার দিন নির্ধারিত ছিল। গতকাল শুক্রবার নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করেন। এই নির্বাচনে নির্বাচিত মহিলা প্রার্থী অধ্যাপিকা ড. তপতী চক্রবর্তী জানান, আগামী দিনে আমরা বহুমুখী উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে সদস্যদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব এবং কোপারেটিভকে সব দিক থেকে শক্তিশালী করে তুলব। কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের ওয়েবকুপার সম্পাদক অধ্যাপক সুজয়কুমার মন্ডল উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক, আধিকারিক ও শিক্ষাকর্মীদের সমর্থনে কোপারেটিভ নির্বাচনের এই জয় সম্ভবপর হয়েছে। আগামী দিনের সুষ্ঠুভাবে কোঅপারেটিভ পরিচালনায় হল মূল দায়িত্ব। অন্যদিকে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি অঞ্জন দত্ত বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালিত হয়েছে। আর এই নির্বাচনে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।