লোকপুরে ৩৫০ জন কর্মীর সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ

 

     

     

     

    নিজস্ব সংবাদদাতা, বীরভূম:

    খয়রাশোলের লোকপুরে ৩৫০ জন কর্মী সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিল
    আসন্ন লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই রাজনৈতিক নেতৃত্ব ঘর গোছানোতে ব্যতিব্যস্ত।কোথাও দলের বা নেতৃত্বের প্রতি অভিমান,চাওয়া পাওয়া ইত্যাদি কারণে দূরে সরে থাকা কর্মীদের ঘরে ফিরিয়ে আনা। সাথে সাথে অন্য রাজনৈতিক দল থেকেও লোকজনকে নিজেদের দলে টেনে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করতে রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে অবতীর্ণ।লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে তাই কাঠফাটা রৌদ্রের দাবদাহ উপেক্ষা করেই দিনরাত একই রকম পরিশ্রম করতে দেখা গেছে। কোনো দল বা নেতৃত্ব সময় নষ্ট করতে নারাজ।
    বুধবার খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরীর হাত ধরে সিপিআইএম ছেড়ে তৃনমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হতে দেখা যায়। জানা গেছে খয়রাশোল ব্লকের লোকপুর পঞ্চায়েত এলাকার বুধপুর গ্রামের ৬৪ নাম্বার বুথ থেকে প্রায় ৩৫০ জন মানুষ সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উল্লেখ্য যারা বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছিলো বলে দলীয় সূত্রের খবর। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরী, তৃনমূল ব্লক নেতৃত্ব তথা খয়রাসোল পঞ্চায়েত সমিতির সদস্য রজত মুখার্জী, লোকপুর অঞ্চল যুগ্ম আহ্বায়ক দীপক শীল সহ স্থানীয় তৃনমূল নেতৃত্ব।