সিভিক পুলিশের মানবিক উদ্যোগে সম্বর্ধনা

সেখ সামসুদ্দিন, ১৮ এপ্রিলঃ বাঁকুড়া জেলার ওন্দা থানার সিভিক পুলিশ ধনঞ্জয় ঘোষের মানবিক উদ্যোগে তীব্র তাপপ্রবাহের মধ্যে জলসত্র কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন এর সেক্রেটারী স্বপ্না বরাট, ওন্দা থানার এ এস আই রঞ্জন মণ্ডল, অনিন্দিতা মুখার্জী ও জলসত্রের উদ্যোক্তা সিভিক পুলিশ ধনঞ্জয় ঘোষ। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন এর পক্ষ থেকে সিভিক পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সিভিক পুলিশের মধ্যে উৎসাহ দানে ধনঞ্জয় ঘোষকে সম্বর্ধনা জানানো হয়। স্বপ্না বরাট বলেন রক্ত ঝরিয়ে কোনো কিছুর সমাধানের পরিবর্তে মানবিক চেতনায় সমাধান। আজকের এই কর্মসূচিতে নজির স্থাপন করলেন ধনঞ্জয় বাবু। হতে পারেন সিভিক কর্মী, তার মধ্যে আছে উদার মহানুভবতা। তাকে দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিৎ, কর্ম যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে মানবিকতা। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন সবসময় এই ধরনের কাজ পাশে আছেন এবং থাকবেন।