সিপিএম বিজেপি ও আইএসএফ থেকে প্রায় ১৫০০-র বেশি সমর্থক তৃণমূলে।

নুরউদ্দিন মথুরাপুর : দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ষাঁড়খাকি সংলগ্ন মাঠে ঘোড়াছুট উপলক্ষে আবাদ ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে গত পঞ্চায়েত নির্বাচনে আবাদ ভগবানপুরের সিপিএম প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা তার ৫০০র বেশি অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। এছাড়া কুটাবেড়িয়া থেকে বিজেপি কর্মী গোবিন্দ শিকারী তার ১৫০র বেশি অনুগামী , রঘুদেবপুর থেকে তাহের মোল্লা তার ৪০০ র বেশি অনুগামী ও নতুনচক থেকে আহমেদ পিয়াদা তার ৩০০র বেশি অনুগামী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে তারা জানিয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। উপস্থিত ছিলেন রায়দিঘীর বিধায়ক ডা: অলক জলদাতা, মথুরাপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মথুরাপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদার, আবাদ ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নাঈম শাহ, আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জিহাদ পুরকাইত সহ অন্যান্যরা।