|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্ত শূন্য। এই অবস্থায় অন্যান্য রোগীর সঙ্গে থ্যালাসেমিয়া আক্রান্তরাও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। শনিবার রক্তের জোগাড় করতে না পেরে অসহায় হয়ে পড়েন ২ থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানের বাবা। রাত পর্যন্তও এবি পজিটিভ গ্রুপের রক্ত পান নি বাবা জীবন মন্ডল। জানা গেছে, তাঁর বাড়ি শহরের সুকান্তপল্লী এলাকায়। পেশায় তিনি মৎস্যজীবী। ২ ছেলে, ১ মেয়ে তাঁরা। মেজ মেয়ে বছর নয়েকের কামনা ও ছোট ছেলে বছর সাতেকের শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত। ২ সন্তানেরই এখন রক্তের প্রয়োজন। ইতিমধ্যে ২ ছেলে-মেয়েই খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। পেটে অসহ্য যন্ত্রণা, হাল্কা জ্বর রয়েছে তাঁদের। বাবা জানান, রক্তের প্রয়োজন হলেই এমন উপসর্গ দেখা যায় তাদের। এদিন রাতেও রক্তের জন্য তিনি ২ সন্তানকে কোলে নিয়ে ঠাঁই বসে রয়েছেন ব্লাড ব্যাঙ্কের সামনে।