এই দেশে জন্ম হওয়ার পরেও নাগরিকত্বের পরীক্ষা দিতে হবে, এসব মানি না রাজনগরে NRC নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বললেন CPIM পলিট ব্যুরোর সদস্য

 

     

     

     

    খান আরশাদ, বীরভূম:

    এই দেশে জন্ম হওয়ার পরেও নাগরিকত্বের পরীক্ষা দিতে হবে এসব মানি না। রাজনগরে এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বললেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য ডক্টর রামচন্দ্র ডোম। রাজনগরের আড়ালি গ্রামে প্রয়াত কমরেড তেজারত হোসেনের একটি স্মরণসভার আয়োজন করা হয় রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ।
    প্রসঙ্গত উল্লেখ্য গত ১০ই এপ্রিল ৯৪ বছর বয়সে প্রয়াত হন তেজারত হোসেন। ষাটের দশকে বীরভূমে বামেদের উত্থানে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন সময়ে বাম যুব সংগঠনের রাজ্য সভাপতি পদেও আসীন হন তিনি। এছাড়া বামেদের মুখপত্র ধূসরমাটি পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন অসুস্থতার পর কলকাতার মনিপাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    প্রয়াত কমরেড এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই স্মরণ সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন অনৈতিক নীতির তীব্র সমালোচনা করেন ডঃ রামচন্দ্র ডোম।
    তিনি বলেন সংবিধানে লেখা আছে এই দেশে যার জন্ম তাকে কোন নাগরিকত্বের পরীক্ষা দিতে হবে না। সুতরাং কেন্দ্রের এইসব নীতি আমরা মানছি না এবং এই আওয়াজ সর্বত্র তুলতে হবে।
    কেন্দ্র সরকার বিভাজনের নীতি নিয়ে চলছে, যার কোন প্রয়োজনই নেই। প্রয়োজন ভাত, কাপড়ের। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারেরও তিনি সমালোচনা করেন।
    এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য ডক্টর রামচন্দ্র ডোম, সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি, জেলা সদস্য শুকদেব বাগদী, এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, কংগ্রেস জেলা সম্পাদক অমর মালি, ব্লক সভাপতি বুদ্ধদেব দাস, প্রয়াত নেতার সহকর্মী প্রবীণ বামনেতা গুরুপদ স্বর্ণকার, প্রয়াত নেতার পুত্র বামকর্মী সামিউল আক্তার সহ অন্যান্যরা।