রাজনগরের বড়বাজার পূর্ব ওয়ার্ডে ১০ জন কর্মীর BJP ছেড়ে তৃণমূল-কংগ্রেসে যোগ

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের বড়বাজার পূর্ব ওয়ার্ডে ১০ জন কর্মী BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
    আগামী ১৩ই মে বীরভূমের ৪২ নম্বর লোকসভা নির্বাচন কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেছেন। প্রধান রাজনৈতিক দলগুলি এই সময়ে নিজেদের সংগঠনের ক্ষমতা বৃদ্ধি করতে উঠে পড়ে লেগেছে। শুরু হয়েছে দলবদল।
    রাজনগর অঞ্চলের বড়বাজার পূর্ব ওয়ার্ডে বুধবার দুপুর বারোটায় বিজেপির কর্মী সুকুমার মির্ধার নেতৃত্বে এলাকার ১০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু।