|
---|
নিজস্ব প্রতিবেদন: রবিবার দুপুরে, আনুষ্ঠানিক ভাবে মুর্শিদাবাদের ভূমিপুত্র বিশিষ্ট গীটারিস্ট ও ছন্দকবি সৌমেন্দু লাহিড়ীর দু’টি কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন হল জেলার সদর শহর বহরমপুরে। রবীন্দ্রসদনের নিকটস্ত একটি সাংস্কৃতিক মুক্তমঞ্চে ‘অনুভূতির কথায়’ কৃষ্টিগত সাময়িকীর আয়োজনে গ্রন্থ দু’টির আনুষ্ঠানিক প্রকাশ হল উত্তর চব্বিশ পরগণা থেকে আগত হোমিওপ্যাথি চিকিৎসক-কবি আসাদ আলী, দক্ষিণ চব্বিশ পরগণা থেকে শিক্ষক-কবি মুহাম্মদ মফিজুল ইসলাম, হুগলি জেলা থেকে গ্রন্থাগারিক-কবি আব্দুল গাফফার সাহেবের হাত ছুঁয়ে। গ্রন্থ দু’টির নাম ‘পৃথ্বী পদ্যময়’ এবং ‘মনের কথা’। ছিলেন রচিয়িতা সৌমেন্দু লাহিড়ী এবং প্রকাশক হামিম হোসেন মণ্ডল সাহেবও।
বই দু’টি অন্য একটি প্রকাশনীও প্রকাশ করেছে আলাদাভাবে। তা অ্যামাজন ও ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে।