|
---|
নিজস্ব প্রতিবেদক:- এদিকে শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগের ঘটনাতেও সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। গতকাল নির্যাতিতার গ্রামে যায় বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধি দল। থানায় ডেপুটেশন দেয় বামেদের। যদিও তৃণমূলের বক্তব্য, নাটক করছে বিরোধীরা।এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে মহিলাদের ওপর নির্যাতন ও শান্তিনিকেতনে নাবালিকা গণধর্ষণকাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে বামেদের বিক্ষোভ। শান্তিনিকেতন থানা থেকে এক কিলোমিটার দূরে বোলপুর-শান্তিনিকেতন রোডের ধারে তৈরি হয়েছে ধর্না মঞ্চ। এদিন সেখানে গিয়ে বিক্ষোভ দেখান নানুরের প্রাক্তন সিপিএম বিধায়ক শ্যামলী প্রধান-সহ বাম নেতা, কর্মীরা। পুরোটাই নাটক, বাম-বিক্ষোভকে কটাক্ষ তৃণমূলের।