|
---|
লুতুব আলি : ২৭ জুলাই,প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের প্রয়াণ দিবস পালন বড়শুলে। ২৭ জুলাই পূর্ব বর্ধমানের বর্ধমান ২নং ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন ডঃ আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটির উদ্যোগে তাদের বড়শুলের কার্যালয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালামের প্রয়াণ দিবস পালন করা হয়। পৌরহিত্য করেন সংগঠনের সহ-সভাপতি তথা বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার। সংগঠনের সভাপতি আলমগীর হোসেন মন্ডল জানান, কালামজির নামে তাদের এই সংগঠন শ্রদ্ধার সঙ্গেই সারা বছর ধরে সামাজিক কাজ নিয়ে মানুষের পাশে থাকে। কালামজির মত একজন দক্ষ বিজ্ঞানী মানুষের কাছে চিরদিন অমর হয়ে থাকবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক আনিসুর জামান, সহ-সম্পাদ ক মোঃ হাবিব, উপদেষ্টা কমিটির সদস্য গৌড় হরি দত্ত, কার্যকরী কমিটির সদস্য শেখ মাহফুজ, শেখ রতন, মোহাম্মদ সিরাজ উদ্দিন, শেখ নাজির, শেখ সফিক, নিবেদিতা দাস, মোহাম্মদ মহসিন, শেখ সাইন প্রমুখ।