৫০ বছর পূর্তি উদযাপন সামসাবাদ উচ্চ বিদ্যালয়ের

রহমতুল্লাহ, সাগরদিঘী : সাগরদিঘীর সামসাবাদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন ঘিরে দুই দিন ব্যাপী জমজমাট আয়োজন স্কুল মাঠে। ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার পতাকা উত্তলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব, চলবে শুক্রবার পর্যন্ত। ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক মূলক নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রথম দিনের ৫০ বছর পূর্তি উৎসব। ১৯৭৪ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল সাগরদিঘী সামসাবাদ উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন বহরমপুর কে.এন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শক্তিনাথ ঝাঁ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসব।

    প্রধান শিক্ষক মইনুল ইসলাম জানান আমাদের বিদ্যালয় ১৯৭৪ সালে ১টা ঘর এবং ১৩জন ছাত্র-ছাত্রী নিয়ে পথ চলা শুরু হয়েছিল, বর্তমানে ৫০ বছরে দাড়িয়ে সামসাবাদ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯৮০জন শ্রেণিকক্ষ বেড়েছে।
    উপস্থিত ছিলেন প্রাবন্ধিক মজিবুর রহমান, সমাজসেবী আমিনুল ইসলাম শক্তিপুর হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ নারায়ণ রায়, তথ্যচিত্র নির্মাতা মুজিবর রহমান, প্রাক্তন শিক্ষক সচিন পাল, শিক্ষক তিলক কুমার দত্ত, কবি আব্দুস সালাম, সমর দাস প্ৰমুখ।
    স্কুলের ৫০ বছর পূর্তি উদযাপন ঘিরে ছাত্র-ছাত্রীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন শিক্ষক রতন বালা।