রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার লিখিত পেপার বাধ্যতামূলক করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাংলা পক্ষ র

নতুন গতি নিউজ ডেস্ক : আগে পিএসসির মাননীয়া চেয়ারম্যানকে অনেকবার স্মারকলিপি জমা দেয় বাংলা পক্ষ। মাননীয়া মুখ্যমন্ত্রীকেও অনেকবার চিঠি দেওয়া হয়েছে বাংলা পক্ষর তরফে। মাননীয়া মুখ্যমন্ত্রী মালদার প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেছিলেন এবং WBCS এসোশিয়েশনের সভায় বললেও, সরকার এখনও নিয়ম পরিবর্তন করেনি। ফলে বাংলার মাটিতেই বঞ্চিত হচ্ছে বাঙালি সহ ভূমিপুত্ররা, চাকরি দখল করছে অন্য রাজ্যের চাকরিপ্রার্থীরা।

    বাংলা পক্ষ জানায়, বাঙালি সহ বাংলার কেউ তো অন্য রাজ্যে রাজ্য সরকারি চাকরি পায় না৷ আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করছি, সমস্ত রাজ্যের নিয়ম বিস্তারিত ভাবে ওনার সামনে জমা দিতে চাই৷ কারণ PSC র মাননীয়া চেয়ারম্যান জানিয়েছেন, PSC কোনো নিয়ম পরিবর্তন করতে পারে না৷ করতে পারে একমাত্র রাজ্য সরকার৷ তাই বাংলার ছেলেমেয়েদের স্বার্থে মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি, বাংলার সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা পেপার বাধ্যতামূলক করুন।