এক বন্ধু আরেক বন্ধুর কাছে টাকা চেয়ে তা না পেয়ে ক্ষুব্ধ হয়ে বন্ধুকেই প্রাণের মারার চেষ্টা করল

নিজস্ব সংবাদদাতা :এক বন্ধু আরেক বন্ধুর কাছে টাকা চেয়ে তা না পেয়ে ক্ষুব্ধ হয়ে বন্ধুকেই প্রাণের মারার চেষ্টা করল। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পৌর কর্পোরেশন 36 নং ওয়ার্ডের নিরঞ্জন নগর এলাকায়। মিঠু দাস ও রবিন বিশ্বাস দুই বন্ধু মিলে নিরঞ্জন নগর পাইপ লাইন এলাকায় দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ বন্ধু মিঠু দাস ৩০০টাকা চায় রবিন বিশ্বাস এর কাছ থেকে। সেই সময় রবিন বিশ্বাস টাকা দিতে অস্বীকার করে। বহু বার টাকা চাওয়ার পর না দেওয়ার কারণে মিঠু সেই সময় তার হাতে থাকা একটি কাঁচের বোতল ভেঙ্গে রবিনের শরীরের আঘাত করে। এর পর রবিন বাধা দিতে গেলে

    মিঠু দাস হিংসাত্মক অবস্থায় রবিনের পেটে ও পিঠে ভাঙ্গা বতোল দিয়ে আঘাত করে।এর ফলে রবিন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় । এর পর সেখান থেকে পালিয়ে যায় মিঠু।কোন মতে আহত যুবক রবিন, মাটি থেকে উঠে চিৎকার

    চেঁচামেচি করে, তার আওয়াজ পেয়ে এলাকাবাসিরা ছুটে আসেন এবং সেই যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। এলাকাবাসীরাই আহত যুবকের বাড়িতে খবর দেন।আহত যুবকের পরিবার ছেলের এই ঘটনার কথা শুনে শিলিগুড়ি জেলা হাসপাতালে ছুটে যায়। এদিকে এই ঘটনার পর খবর পেয়ে শিলিগুড়ি ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্তারিত অভিযোগ শুনে অভিযুক্ত যুবককে পাকড়াও করতে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে বর্তমানে ফেরার অভিযুক্ত মিঠু। আহত রবিনের পরিবারের থেকে আশিঘর ফাঁড়ির পুলিশের কাছে একটি লিখিত অভিযোগে দায়ের করা হয়। পুরো ঘটনাটির তদন্তে আশিঘর ফাঁড়ির পুলিশ।মিঠুর বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ আছে স্থানীয় মানুষের। তাদের অভিযোগ এর আগেও বহুবার অভিযোগ উঠে এসেছে তার নামে। বদমেজাজী এবং বদরাগী বলে তার এলাকাতে দুর্নাম আছে। তাই তার বিরুদ্ধে আগের থেকেই ক্ষোভ ছিল এলাকার বাসিন্দাদের।