|
---|
“ঐশী ঘোষ ছোট মেয়ে”, জামুড়িয়ায় ভোট প্রচারে তৃণমূল প্রার্থী হরে রাম সিং
নতুন গতি প্রতিবেদক : পশ্চিম বর্ধমান, জামুরিয়া বিধানসভা এলাকায় ভোটে, মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার ব্যস্ত তৃণমূল প্রার্থী কয়লা খনি শ্রমিক সংগঠনের নেতা হরে রাম সিং। জামুড়িয়ার নির্বাচনী কার্যালয়ে পৌঁছে দলীয় কর্মী সমর্থকদের সাথে বৈঠক সেরে এলাকার উন্নয়নে কী কী ভূমিকা গ্রহণ করেছে তৃণমূল তা তুলে ধরা সাথেই সকলকে একজোট হয়ে কাজ করার পরামর্শ দিলেন।
তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তথা জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরে রাম সিং। একইভাবে এদিন বিকেলে জামুড়িয়ার বিধানসভা এলাকার চাপুই সাওড়া অঞ্চলে আম্বেদকর ক্লাব ময়দানে বুথ কমিটির মিটিং সারলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী।
তিনি এদিন কর্মী-সমর্থকদের সম্মিলিতভাবে কাজ করে কিভাবে ভোটে জেতা সম্ভব, তা নিয়ে আলোকপাত করেন, পাশাপাশি তৃণমূলের উন্নয়ন কে হাতিয়ার করে বিরোধী দলের প্রার্থীকে ঐশী ঘোষ কে উদ্দেশ্য করে বলেন একটা ছোট মেয়েকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, এখানে ওই ছাত্রনেত্রীর কোনো প্রভাব পড়বে না বলেই দাবি করেন তিনি।