|
---|
উজির আলী,চাঁচলঃ রোগব্যাধি দূরে রাখতে যোগের বিকল্প নেই। নিয়মিত যোগ করে অনেকেই সুস্থ রয়েছেন। শুধু শরীর সুস্থ রাখতেই নয়। যোগ মানুষের মনকে মননশীল করে তোলে। পাশাপাশি যোগ শান্তি ও সংহতির বার্তাও বহন করে।আর যোগকে সকলের কাছে পৌঁছে দিতে একটি দিন বরাদ্দ হয়েছে, যা বিশ্ব যোগ দিবস হিসেবে পরিচিত। ২১ জুন ছিল সেই বিশ্ব যোগ দিবস।
গোটা বিশ্বজুড়ে ১৭৭টি এদিন পালিত হয়েছে যোগ দিবস। সারা বিশ্ব, ভারতবর্ষের সঙ্গে মালদহের চাঁচলেও যোগ প্রদর্শনীর মাধ্যমে পালিত হল বিশ্ব যোগা দিবস। তার সঙ্গে তাল মিলিয়ে মালদহের চাঁচলের ঠাকুরবাড়িতেও প্রতি বছর বিশ্ব যোগ দিবস পালন করা হয়। এবার করোনার আবহের মধ্যেও তার ব্যতিক্রম হয়নি। এদিন চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলের জাতীয় সেবা প্রকল্প বাহিনীর উদ্যোগে সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যোগ দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজির ছিলেন চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ, সিদ্ধেশ্বরী স্কুলের জাতীয় সেবা প্রকল্প আধিকারিক পার্থ চক্রবর্তী সহ বিশিষ্টদের অনেকেই। আইসি সুকুমার ঘোষ যোগের গুরুত্ব নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে সিদ্ধেশ্বরী স্কুলের জাতীয় সেবা প্রকল্পের ছাত্রছাত্রীরা যোগ প্রদর্শন করে। এছাড়া চাঁচল যোগা সেন্টারের সুজন আলি তার ছাত্রছাত্রীদের নিয়ে যোগ প্রদর্শন করেন। যোগের গুরুত্ব বোঝাতে গিয়ে পার্থবাবু বলেন, সরকারি নিয়ম মেনে মুখে মাস্ক নিয়ে ২৫ জনকে নিয়ে যোগ প্রদর্শন করা হয়।