মান ভাঙিয়ে তৃণমূল প্রার্থীর সাথে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন সামিউল ইসলাম

উজির আলি, চাঁচল: প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর সাত পরে বিধানসভা এলাকায় পা রেখেছিল তৃণমূলের প্রার্থী। বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চলেছিল।মালদহের চাঁচল-৪৫ নং বিধানসভার তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ জন সংযোগ বাড়াতে প্রচার চালাচ্ছে অঞ্চলে অঞ্চলে। তবে তখন প্রার্থীর সাথে প্রচারে ব্লক নেতৃত্ব সাথ দিলেও মেলেনি দেখা চাঁচলের দাপুটে তৃণমূল নেতা তথা মালদা জেলা পরিষদের সদস‍্য মোহাম্মদ সামিউল ইসলামকে। উল্লেখ‍্য, এবার বিধানসভা নির্বাচনে চাঁচল বিধানসভা কেন্দ্র থেকে রাজ‍্য তৃণমূলের কাছে টিকিটের জন‍্য দাবিদার হয়েছিলেন সামিউল ইসলাম। তবে মেলেনি টিকিট।গসা করেই কি শুরুতে প্রচারে ছিলেন না সামিউল? জল্পনা ছড়িয়েছিল, কর্মীদের একাংশ ও বিরোধীদের মধ‍্যেও।তবে বৃহস্পতিবার চাঁচলে পিডব্লুডি অফিসের বিপরীতে সামিউলের দলীয় কার্যালয়ে পৌঁছালেন তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ। প্রার্থীকে পুস্প স্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপণ করেন মোহাম্মদ সামিউল এবং কর্মীদের উদ‍্যোগে চলে পুস্প বৃষ্টি। সামিউলের মান ভাঙাতেই তার দলীয় কার্যালয়ে আগমন। এবিষয়টি মানতে নারাজ প্রার্থী নিহার রঞ্জন ঘোষ।

    তিনি বলেন, আমি দুদিন ছিলাম চাঁচলে। তারপরেই রাজ‍্য তৃণমূলের ডাকে কলকাতায় যেতে হয়েছিল জরুরি বৈঠকে।
    তাই সবার সাথে সাক্ষাত হয়নি এলাকায়। আমরা সবাই দিদির সৈনিক।একসাথেই কাজ করব এলাকায়। এখানে শুধু আমি প্রার্থী নয়। প্রার্থী আমাদের নেতা কর্মীরা সবাই।
    সামিউল ইসলাম এবিষয়ে জানান, আমার শারীরিক চিকিৎসার জন‍্য বাইরে গেছিলাম। তাই আমি যোগ দিতে পারিনি প্রচারে। আজ থেকে প্রচারে ঝাপিয়ে পড়লাম। চাঁচল বিধানসভা থেকে দিদিকে জোড়াফুল উপহার দিবই বলে দাবি করেছেন সামিউল।