ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিবস পালন করল শিলিগুড়ির মানুষ

নিজস্ব সংবাদদাতা: ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিবস পালন করল শিলিগুড়ির মানুষ।আজঔ শিলিগুড়ির বিধান মার্কেটে ডাক্তার বিধান চন্দ্র রায়কে শ্রদ্ধাঞ্জলি জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,তৃনমুল কংগ্রেসের অন্যান্য কাউন্সিলারেরা এবং বিধাপ মার্কেট ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান ডাক্তার বিধান চন্দ্র রায় বাংলার শ্রেষ্ঠ মনিষীদের মধ্যে অন্যতম।তার কথা এবং তার আদর্শ বাঙালির কাছে চির অমর হয়ে থাকবে। সারা পশ্চিমবঙ্গের মানুষ আজ বাংলার এই কৃতি সন্তানকে মনে রাখবে এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। একজন চিকিৎসক হিসাবে তিনি যা কিছু করে গেছেন বাঙালার মানুষ কোনদিন তা ভুলবে না।আমাদের উচিত তার আদর্শকে সামনে নিয়ে এগিয়ে চলা।এদিন রঞ্জন সরকারের সাথে ছিলেন এম আই সি মানিক দে,অভয়া বসু এবং অন্যান্য দলীয় কর্মীবৃন্দ।এদিন ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস উপলক্ষ্য বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতি দুস্থ এবং অনাথ শিশুদের খাবারের ব্যাবস্থা করে। এবং দুস্থদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র এবং ওষুধ। সন্ধ্যায় বিনামুল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছে বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতি।