|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ২ ব্লকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। এদিন গলসি ২ নং ব্লক এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্দ্যোগে চিকিৎসকদের সম্মান জানাতে ওই শিবিরটি করা হয়। শিবিরে ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের শুরুতে চিকিৎসক বিধানচন্দ্র রায় এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিডিও অফিসে কর্মী সহ ভিআরপির সাথে সাথে, এলাকার জন প্রতিনিধি ও বেশকিছু সাধারণ মানুষ রক্তদান করেন। সঞ্জীব সেন জানিয়েছেন, আজকের দিনটি তার কাছে খুবই মুল্যবান। এদিন চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। সারাবছর আমরা ডাক্তারদের কাছে চিকিৎসা পরিসেবা নিয়ে থাকি। তাই চিকিৎসকদের সম্মান জানাতেই আজকে তারা ওই রক্তদান শিবির করেছেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন, গলসি ২ নং ব্লক এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের সভাপতি তথা ব্লকের বিডিও সঞ্জীব সেন, সম্পাদক নুরুল হাসান চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী, বন ও ভূমির কর্মাধক্ষ্য সাবির উদ্দিন আহম্মেদ, প্রানী ও মৎস কর্মাধক্ষ্য আমানুল্লা মন্ডল, গলসি গ্রাম পঞ্চায়েত প্রধান সাহানাজ বেগম, গোহগ্রাম পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ, ব্লক এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্দ্যোগেকে সাধুবাদ জানিয়েছেন পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধক্ষ্য সাবির উদ্দিন আহম্মেদ সহ অনেকে।