|
---|
নিজিস্ব সংবাদদাতা: শাহরুখ খান,অজয় দেবগন এবং অক্ষয়কুমার এবং পাশে তামাকজাত মশলা বিমল এর ছবি।NBSTC এর বাসের মধ্যে।এর থাকেই বিতর্ক শুরু হয়েছে।কিভাবে একটা সরকারি বাহনের মধ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকে।সেটা নিয়েই কথা উঠেছে সবার মধ্যে।যাত্রীরা জানাচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েরা যাতায়াত করে।তাদের মনে কি তৈরী হচ্ছে।এক যাত্রী তো বলেই ফেললেন সরকার নিষেধ করছে,আবার সরকার নিজেরাই ভাঙছে নিয়ম।প্রায় সবকটি বাসের মধ্যে এই বিজ্ঞাপন দেওয়া।এন বি এস টি সির চেয়ারম্যান এবং এক সরকারি কর্তা যিনি এনবি এস টি সি তে কর্মরত তাদের জিঞ্জাসা করলে তারা কোন উত্তর দেন নি।তবে এন বি এসটি সির এক চালককে জিঞ্জাসা করা হলে তিনি জানান,আমি কি করে বলব,এর উত্তর বড় বড় কর্তারা দেবেন।এতে যে সরকারের সন্মান ক্ষুন্ন হচ্ছে তাও জানেন ওই ড্রাইভার,তিনি জানালেন আমরা প্রতিবাদ করলে কোন কাজ হবে না,এত বড় বড় করে বিজ্ঞাপন দেওয়া বড় কর্তারা সবই জানেন তারা কিছু না করলে আমাদের কিছুই করবার নেই।