বারুইপুর এস ডি ও অফিসে নমিনেশন ফাইলে ভীড় চোখে পড়ার মতো

বারুইপুর এস ডি ও অফিসে নমিনেশন ফাইলে ভীড় চোখে পড়ার মতো

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :

    আজ ১২৯ কুলতলী (তপঃ) বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মণ্ডল ও বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ও জয়নগর বিধানসভার বিদায়ী বিধায়ক বিশ্বনাথ দাস বারুইপুরে এস ডি ও অফিসে নমিনেশন ফাইল করলেন ।অপর দিকে ক্যানিংপূর্বের তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক সওকত মোল্লা নমিনেশন ফাইল করলেন, ক্যানিং মহকুমা অফিসে । দেখা গেল কয়েক জন নির্দলীয় প্রার্থী কে নমিনেশন ফাইল করতে । এস ডি ও অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় সাধারণ সমর্থক ভিতরে প্রবেশের অনুমতি ছিল না । তাই তারা কয়েক শত মিটার দূরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকল । নমিনেশন ফাইলের পর দলীয় স্লোগান দিতে দিতে বাড়ির পথ ধরল।