|
---|
আজিজুর রহমান,গলসি : বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির ১১ তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল গলসিতে। গলসির চৌমাথার কর্মতীর্থ হলে ওই সভা অনুষ্ঠিত হয়। গলসি ২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সেনের উদ্বোধনী বক্তব্য দিয়ে সভার কাজ শুরু করা হয়। আগত অতিথিদের স্মারক ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। এদিনের সভার মুল আলোচ্য বিষয় বস্তু ছিল সামাজিক দুরবৃত্তায়ন রোধে সাংবাদিকদের ভুমিকা। যার উপরে লক্ষ রেখে সকল আগত অতিথিরা বক্তব্য রাখেন। এদিনের সভায় আমন্ত্রিত অতিথি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম তার বক্তব্যে বলেন, দুর্বিত্ত রোধ করতে হলে সাংবাদিকদেরকে সমাজের সকল স্তরের মানুষকে সহযোগিতা করতে হবে। সমাজে ভাল খারাপ দুটি দিক আছে। ভাল মন্দকে নিয়েই চলতে হবে। কারন সকলেই একে অপরের পরিপুরক। তার দাবী একটি বাঁশ গাছ যেমন কঞ্চি ছাড়া দাঁড়িয়ে থাকতে পারেনা। তেমনিই সমাজের ভাল খারাপ দুটি ছাড়া সমাজ চলতে পারেনা। বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির রাজ্য সভাপতি বৈদ্যনাথ কোনার বলেন, সমাজ গড়াতে সাংবাদিকদের ভুমিকা সব চাইতে বেশি। সাংবাদিকদের বেশি বেশি সামাজিক হতে হবে। ছোট পরিসরে হলেও মানুষের কথা তুলে ধরতে হবে। আর সমাজকে আয়না দেখিয়ে পরিশোধন করতে হবে। পূর্বের কলমের জেলা সাংবাদিক সফিকুল ইসলাম বলেন, আমাদের কাজ কলম দিয়ে মানুষের সামগ্রিক উন্নয়ন করা। সবসময় সত্য খবর পরিবেশন করা। সমাজের দুর্বিত্তদের বিরুদ্ধে সঠিক তথ্য প্রমান দিয়ে কলম ধরা। যাতে সত্য খবর পড়ে সমাজের মানুষ আমাদের কথা চিরদিন মনে রাখে। হিংসা বিদ্বেষ ভুলে মানুষের জন্য আমাদের বেশি বেশি কলম ধরতে হবে। সভার শেষে সংগঠনের নতুন কমিটি নির্বাচন সহ বাৎসরিক আয় ব্যায়ের হিসাব তুলে ধরা হয়।