|
---|
নূর আহমেদ,মেমারি : ৮ জুন,বৃহস্পতিবার দুপুরে মেমারি পঞ্চায়েত সমিতির সভাঘরে মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও মেমারি ১ ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিকের উদ্যোগে মেমারি ১ ব্লক এরিয়ার ৬০ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিদ্যালয়ে স্থানাধিকারীদের কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, এসডিও কৃষ্ণেন্দু কুমার মন্ডল, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, বিডিও ড. আলি মহম্মদ ওয়ালিউল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী সহ অন্যান্যরা। এসডিও কৃষ্ণেন্দু কুমার মন্ডল উপস্থিত ছাত্রছাত্রীদের বলেন ভালো পড়াশুনোর সাথে সাথে ভালো মানুষ হতে হবে ও দেশ সমাজের মঙ্গলকামনায় ব্রতী হয়ে উঠতে হবে।