পাডাবাগনান এডুকেশনাল সোসাইটির উদ্যোগে বস্ত্র বিতরণ কৃতি ছাত্র ও গুনীজন সংবর্ধনা

পাডাবাগনান এডুকেশনাল সোসাইটির উদ্যোগে বস্ত্র বিতরণ কৃতি ছাত্র ও গুনীজন সংবর্ধনা

     

     

     

    নুর মোহাম্মদ : হুগলির আরামবাগের পাড়াবাগনান এডুকেশনাল সোসাইটি র উদ্যোগে সমাজের অসহায় দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ, কৃতী ছাত্র ছাত্রী দের বৃত্তি প্রদান পুস্তক বিতরণ ও গুনীজন সংবর্ধনা দেওয়া হয়।

    প্রধান অতিথি হিসেবে এ ডি এম অমিত অধিকারী, প্রাক্তন পুলিশ আধিকারিক সমীর মুখার্জি, অধ্যাপক মইদুল ইসলাম,আরামবাগ আল আলম মিশনের সম্পাদক আলহাজ বদরুল আলম সিদ্দিক, বিভাংশু দও,সাধন বারিক,সুনীল চক্রবর্তী, নিমাইচন্দ্র ঘোষ, সমাজসেবী শহীদুল ইসলাম মন্ডল, পূর্ণচন্দ্র ঘোষ,পাড়াবাগনান এডুকেশনাল সোসাইটির সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম, পাডাবাগনান মাদ্রাসার প্রধান শিক্ষক আসগার ইমাম,বুলবুল আমিন, ডাঃ রহমান সহ সমাজের বিশিষ্ট জন ।

    এদিন ৩০০ জন মানুষের হাতে বস্ত্র ও ৮০ জনকে ছাত্র ছাত্রীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। সারা বছর সামাজিক কাজে যুক্ত থাকে পাডাবাগনান এডুকেশনাল সোসাইটি যুক্ত থাকে।

    উপস্থিত অতিথিরা সকলেই শিক্ষা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন, মানুষ হিসাবে সকলের পাশে থাকার আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যবোধ বলে মনে করি। পাডাবাগনান এডুকেশনাল সোসাইটি র মহৎ এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।