সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কুলতলি বিধানসভা এই মুহূর্তে অন্ধকারে 

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কুলতলি বিধানসভা এই মুহূর্তে অন্ধকারে

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন : গতকাল সন্ধ্যার পরবর্তী মুহূর্ত থেকে কুলতলীর একটিমাত্র পাওয়ার হাউস যেটি জামতলা হাসপাতাল পার্শ্ববর্তী ময়দানে অবস্থিত বিকল হওয়ায় কুলতলির সমূহ এলাকায় ইলেকট্রিক বিঘ্নিত। আর এই মুহূর্তের প্রচণ্ড দাবদাহে মধ্যেও একদিকে রাজনৈতিক নেতা-কর্মীরা ভোট প্রচারে ব্যস্ত দীর্ঘ সময় ধরে প্রখর রোদে খাটাখাটনির পর একটু নিদ্রা যাওয়ার মুহূর্তে বিঘ্নিত ইলেকট্রিক। আর তাতেই নাভিশ্বাস এলাকার মানুষদের বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও এখনো মেরামতির হয়নি। কখন পাবে এলাকার মানুষ বিদুৎ তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এলাকার মানুষজন। যোগাযোগের মাধ্যম ফোন তা এই মূহুর্তে বন্ধ। পরিষেবা বিঘ্নিত ,ইলেকট্রিক এর মাধ্যমে ব্যাটারি চার্জের যে গাড়িগুলো চলে সেগুলো বন্ধ এক কথায় এই মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে কুলতলী। যোগাযোগ ব্যবস্থা বেহাল তা নিয়ে উৎকণ্ঠায় এলাকাবাসী । স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কত সময় লাগবে তা জানা নাই কারো ।