|
---|
নবাব মল্লিক, মথুরাপুর: ২১ জুলাই শহীদ দিবসের দিন মথুরাপুর ২ নং ব্লকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল প্রায় ১০০০ বিজেপি ও সিপিআইএম কর্মী সমর্থক। ব্লকের প্রতিটি অঞ্চল থেকে অঞ্চল সভাপতিদের নেতৃত্বে এই যোগদান করানো হয়। যোগদান উপলক্ষ্যে বড়ো সভা হয়েছিল কৌতলা, সিংহেরচক, মহাময়াতলা এবং কোম্পানিরঠেকে। প্রতিটি সভাতেই উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি উদয় হালদার। তার হাত থেকেই দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সিপিআইএম এবং বিজেপি সমর্থকরা। এ নিয়ে মথুরাপুর ২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি উদয় হালদার জানান যারা মমতা ব্যানার্জীর নিতি আদর্শকে ভালোবেসে দলে আসতে চাচ্ছে তাদেরকে দলে নেওয়া হচ্ছে। প্রত্যেক অঞ্চল থেকে ৫০ থেকে ১০০ জন করে দলবদল করেছে। সর্বমোট ১০০০ জন তৃণমূল কংগ্রেসে নতুন যোগ দিয়েছে বলে জানিয়েছেন তিনি।