|
---|
নিজস্ব সংবাদদাতা :স্পায়ের আড়ালে শহরের প্রযুক্তি গর্ভে মধুচক্র (Allegation of Racket)! চাঞ্চল্যকর অভিযোগ তরুণীর। সল্টলেকে চাকরি করতে এসে যৌন হেনস্থা শিকার হন বলে অভিযোগ। তাঁর দাবি, বিষয়টি নিয়ে থানায় গেলেও, তাঁর অভিযোগ নিতে অস্বীকার বিধাননগর পুলিশে। সল্টলেকের এফ ডি ব্লক-এর ঘটনা। অভিযোগকারিণী তরুণী জানিয়েছেন, মার্চ মাসে এই স্পা সংস্থার মালিক তাঁকে ম্যানেজার হিসাবে নিযুক্ত করেন। তাঁকে সল্টলেকের বি ই এবং এফ ডি ব্লকের দু’টি স্পা ঘুরিয়ে দেখান। তিনি কাজে নিযুক্ত হওয়ার পর দু’জন গ্রাহক আসেন। সরাসরি তাঁর সঙ্গে কথা বলেন দু’জন। জানতে চান তাঁর কত রেট।এই প্রশ্নেই তাঁর টনক নড়ে বলে পুলিশকে জানিয়েছেন ওই তরুণী। তিনি জানিয়েছেন, প্রথমে প্রশ্নের উত্তর দেননি তিনি। কিন্তু পরবর্তীতে ওই স্পা সংস্থার সহকারী ম্যানেজার এসে তাঁকে তাকে জোর করে ভিতরে একজন গ্রাহকের কাছে পাঠিয়ে দেন। সেখানে তাঁকে যৌন নিগ্রহ করা হয়। অভিযোগকারিণী জানিয়েছেন, ঘটনার পর দিনই স্পা মালিকের কাছ থেকে ফোন আসে এবং উপযুক্ত কারণ না দেখিয়ে তাঁকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এক প্রকার তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া বলে জানিয়েছেন তিনি। এর পরেও নিস্তার পাননি তিনি। তরুণী জানিয়েছেন, এর পর বার বার ফোন করে তাঁকে হুমকি দিতে থাকেন স্পা মালিক। প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
বার বার হুমকি পেতে পেতে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানাতে ছোটেন ওই তরুণী। কিন্তু সেখানে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে তরুণীর দাবি। উপায় না দেখে, শেষ পর্যন্ত বিধাননগর কমিশনারেটের দারস্থ হন তিনি। তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও বয়ান পাওয়া যায়নি। সুবিচার পাবেন বলে আশাবাদী তরুণী।