|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার: হাই স্কুলের প্রধান কার্যালয়ের তালা ভেঙে কম্পিউটারের কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস পত্র চুরি ও একাধিক মূল্যবান নামি দামী জিনিস ভাংচুর, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। গভীর রাতে ব্রিটিশ আমলের ঐতির্যপুর্ন ১৫০ বছরের হোটুগঞ্জ মহারাজা নরেন্দ্র কৃষ্ণ হাই স্কুলের প্রধান কার্যালয়ের দরজার তালা ভেঙে দুঃসাহসিক চুরি করল দুষ্কৃতীরা। ঘটনাটি মগরাহাট পশ্চিম ব্লকের একতারা অঞ্চলের হটুগঞ্জ মহারাজা নরেন্দ্র কৃষ্ণ হাই স্কুলের। জানাযায় প্রতিদিনের মতো এদিন বৃহস্পতিবার সকালে স্কুলে আসেন শিক্ষকরা, স্কুল খুলতেই নজরে পড়ে স্কুলের প্রধান কার্যালয়ের দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তার পর শিক্ষকরা স্কুলে ভেতরে ঢুকে দেখে বেশ কয়েকটি আলমারি ভেঙে লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে নামিদামি জিনিস ও মূল্যবান কাগজপত্র।যদিও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজের কম্পিউটারের কিছু দরকারি জিনিসপত্র চুরি করে নেয় দুষ্কৃতীরা, এছাড়াও সিপিইউ ৪ টি,মাউস ২টি,কিবোর্ড ১টি,জার্সির সেট ৫টি সহ আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস লোপাট করে। চুরির ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই হাইস্কুলে। তবে কেন এই দুঃসাহসিক চুরি তা কিছুতেই বুঝতে পারছে না স্কুলের শিক্ষকরা।তবে এই চুরির ঘটনায় প্রধান শিক্ষক কালি গোপাল হালদার জানায় এর পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত নয়,এটা স্থানীয় কিছু দুষ্কৃতীদের উপর সন্দেহ করেন। তারা নেশার টাকা জোগাড় করতে এমনটা করেছে।এই প্রথম স্কুলের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেনি,এর আগেও একাধিকবার এই হাই স্কুলে চাল চুরি, বাথরুমের যাবতীয় উন্নতমানের জিনিস চুরির ঘটনা ঘটেছে। এখন বিষয়, স্কুলের প্রধান কার্যালয়ের দরজার তালা ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে লোপাট করেছে দুষ্কৃতীরা,নাকি অন্য কোনও কারণ। সবটাই উঠে আসবে পুলিশের তদন্তের মধ্যে দিয়ে।