অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা রাখলেন,১০০ দিনের শ্রমিকদের টাকা দিলেন!

মথুরাপুর,নুরউদ্দিন; কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।মথুরাপুরের নালুয়া সহ আরো কয়েকটি গ্রামে মোট ৮ জনের ১০০ দিনের কাজের টাকা তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল। ১০০ দিনের শ্রমিকদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন ১০০ দিনের কাজের টাকা। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ১ নম্বর ব্লকের নালুয়া গ্রাম সহ আরো কয়েকটি গ্রামে ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডার যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে দিল্লিতে ধরনায় গিয়েছিলেন,এই শ্রমিকদের নিয়ে দিল্লিতে কৃষি ভবনে ধরনা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,ছিলেন তৃণমূলের নেতা মন্ত্রী সাংসদেরা, বাসে করে শ্রমিকদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল সেই শ্রমিকদের বাড়িতে বাড়িতে টাকা পৌঁছে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল!

    সুন্দরবন জেলার তৃণমূলের যুব সভাপতি বাপি হালদার এবং মানবেন্দু হালদার মথুরাপুর ১ নম্বর ব্লক এলাকায় সাংসদের পাঠানো টাকা ও শুভেচ্ছা বার্তা তুলে দিলেন সেই শ্রমিকদের হাতে। মথুরাপুর ১ নম্বর ব্লকের নালুয়া সহ বিভিন্ন গ্রামে ৮জনকে প্রথম দফায় টাকা পাঠানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো টাকা তুলে দেন সুন্দরবন জেলার যুব তৃণমূল সভাপতি বাপি হালদার, মানবেন্দু হালদার সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পতিনিধি দল।
    সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগে খুশি সকল ১০০ দিনের শ্রমিকরা এবং তৃণমূলের কর্মীরা।

    দক্ষিণ ২৪ পরগনা থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি