|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির জাগুলিপাড়া গ্রামে একটি পিচ রাস্তার উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধাড়া। পাশাপাশি গ্রামের মোড়ে একটি কমিউনিটি টয়লেট ও বাচ্চাদের দুগ্ধ পানের জন্য একটি মাতৃ নীড় এর উদ্বোধন করেন তিনি। রাস্তাটি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও পরিবহন দপ্তরের উদ্যোগে প্রথম পর্যায়ে ছয়শো মিটার নির্মান করা হয়। যাতে প্রথম পর্যায়ে ব্যায় হয় কুড়ি লক্ষ এক হাজার ছয়শো টাকা। তাছাড়া পারাজ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুই লক্ষ নব্বই হাজার টাকা ব্যায়ে একটি কমিউনিটি টয়লেটে ও একটি মাতৃ নীড় নির্মান করা হয়। দ্বিতীয় পর্যায়ে টাকা বরাদ্দ হলেই রাস্তাটি দক্ষিণ পাড়া হয়ে আটপাড়া মোড়ে পযন্ত নির্মান করা হবে বলে জানা গেছে। এদিনের উদ্বোধনে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য উত্তম সেনগুপ্ত, সদস্য পরেশ চন্দ্র পাল, গলসির বিধায়ক নেপাল ঘরুই, গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া, সহসভাপতি অনুপ চ্যাটার্জ্জী, পারাজ গ্রামপঞ্চায়েত প্রধান সাজাহান সেখ, পঞ্চায়েত সদস্য রহমত মোল্লা সহ অনেকে। এদিনের সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন পারাজ গ্রাম পঞ্চায়েতের সদস্য রহমত মোল্লা।