তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগদান করতে রওনা দার্জিলিং জেলা সমতলের যুবদের

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : আগামী ২৮শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে। আর সেই কারণে কলকাতায় এক সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে যোগ দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর ছাত্র যুবরা রওনা দিতে শুরু করেছেন। দার্জিলিং জেলা সমতলেও যার ব্যতিক্রম হয়নি।

     

    সমতলের তৃণমূল ছাত্র যুবরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। কলকাতা গামী ট্রেন ধরবার জন্য এদিন রবিবার সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে হাজির হন প্রচুর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । তাদের ট্রেন ধরার আগে শিলিগুড়ি টাউন ব্লক 3 আইএনটিটিইউসির তরফ থেকে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। উক্ত সমাবেশ ঘিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে দার্জিলিং জেলা তৃণমূলের অন্দরে।

     

    তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের ট্রেন ধরতে যাতে অসুবিধে না হয়, সেদিকে নজর রাখতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ। তিনি নিজেই গোটা বিষয় তদারকি করেন , উল্লেখ্য ছাত্র যুবরা ট্রেনে না ওঠা পর্যন্ত অপেক্ষা করেন।

     

    এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এরাই আমাদের আগামীদিনের ভবিষ্যৎ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের ওপর সবথেকে বেশি ভরসা করেন, তারা হলেন এই ছাত্র-যুব-মহিলা। সেই মতো করে এবারেও দার্জিলিং জেলা সমতল থেকে অসংখ্য ছাত্র যুবরা নিজেদের উদ্যোগে উৎসাহের সাথে আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের উৎসাহিত ও উজ্জীবিত করতে আজ স্টেশনে হাজির হয়েছেন তিনি।

     

    কলকাতার সমাবেশ প্রসঙ্গে তিনি জানান সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম নিয়ে তারা এগিয়ে চলুক। এবং শিক্ষার প্রযুক্তি ঘটাক। তৃণমূল ছাত্র পরিষদের এই যে প্রতিষ্ঠা দিবস, তা প্রতিবছরই রেকর্ড সংখ্যায় ছাপিয়ে যায়। আশা করা হচ্ছে, এবারেও তার অন্যথা হবে না। উপরন্তু জন প্লাবনে পরিণত হবে।