ইমাম পরিষদের বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা জিনকরা মসজিদে

আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জিনকরা নতুন মসজিদে ১৭ অক্টোবর জেলা ইমাম পরিষদের ৭ নভেম্বর বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। শুরুতে কুরআন মজিদ থেকে পাঠ করেন নুরুল ইসলাম সাহেব। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কমিটির বিশিষ্ট প্রতিনিধিগণ এবং ব্লক কমিটির নেতৃত্বগণ। আগামী সম্মেলন বিষয়ের উপর আলোচনা করেন জেলা কমিটির সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, তিনি বাঁকুড়া জেলায় ইমাম মুয়াজ্জিনদের নিয়ে সংগঠন তৈরির বিষয়ের উপর আলোকপাতও করেন যে, বাঁকুড়া জেলার জমিয়াতে উলামায়ে হিন্দের প্রয়াত সম্পাদক হাফিজ মাওলানা জাকারিয়া (রহ:)- এর উদ্যোগ ছিলো মূল প্রেরণা।সেই উদ্যোগ ও প্রেরণা আর ইমাম মুয়াজ্জিনদের মেহনতের ফসল ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়া আজকের সংগঠন -“বাঁকুড়া জেলা ইমাম পরিষদ।”
সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক মৌলানা শরিফুল ইসলাম, সভাপতি মুফতি মুখতার,ইন্দাস ব্লক কমিটির সভাপতি হাফিজ সোহরাব,সম্পাদক মাও: মঈনুদ্দিন, হাফিজ ইসমাইল (কোতুলপুর),হাফিজুর রেজাউল,মৌলানা আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও ছিলেন ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনগণ এবং সাধারণ সদস্য মুহাম্মাদ ইউনাস এবং বেশ কিছু বিশিষ্ঠ ব্যাক্তি।দোওয়ার মাধ্যমে সভা শেষ হয়।