মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু সাগরদিঘীর যুবকের

রহমতুল্লাহ, সাগরদিঘী : বুধবার বিকেলে সাগরদিঘীর রতনপুর ১২ নং জাতীয় সড়কে লরির ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল সঞ্জয় প্রামাণিক নামের এক যুবকের, মৃত যুবকের বয়স প্রায় ৩৫ বছর। ঐ যুবক একটা সেলুন চালাতো বলে জানা গিয়েছে, তার বাড়ি নবগ্রাম থানার মহালো গ্রামে। প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে ঐ যুবক সাগরদিঘীর রতনপুর মোড়ে তার সেলুন দোকানে যাচ্ছিলো হঠাৎ বহরমপুরগামী একটা লরি তাকে সজোরে ধাক্কা মারে। লরির ধাক্কায় তিনি সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তখন তার মাথার উপর দিয়ে লরির চাকা চলে যায় এবং যুবকের মাথা পিষে যায়। ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়। পৌছায় সাগরদিঘী থানার পুলিশ, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়।