রাজনগরে কয়েক লক্ষ টাকার লটারির জাল টিকিট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজনগর থানার পুলিশ

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরে কয়েক লক্ষ টাকার লটারির জাল টিকিট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজনগর থানার পুলিশ।

    এস কে লটারি কোম্পানির এক কর্মচারী ঝাড়খন্ডে প্রিন্ট করা লটারির জাল টিকিট নিয়ে রবিবার রাত্রি প্রায় ২টো নাগাদ রাজনগরের দিকে বিক্রি করার উদ্দেশ্যে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাজনগর থানার OC ঝুমুর সিনহার নির্দেশে রাজনগর থানার SI অরিন্দম দেবনাথ, ASI সুনীল মুর্মু ও ASI মদন সরকার রাজনগর থানার অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে রাজনগরের যাত্রীবাজারে উপস্থিত হন এবং কয়েক লক্ষ টাকার জাল লটারির টিকিট সহ ওই ব্যক্তিকে ধরে ফেলেন । ধৃত ব্যাক্তি রাজনগরের নাকাশ গ্রামে বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    ধৃতের কাছ থেকে প্রচুর সংখ্যক লটারির জাল টিকিট উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকার বলে অনুমান করা হচ্ছে।
    ধৃতকে রবিবার সিউড়ি আদালতে তোলা হয় রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে।

    প্রসঙ্গত উল্লেখ্য এই এলাকায় অবৈধ লটারির ব্যবসা বেশ ধরেই চলছে। এর আগেও রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজন অবৈধ লটারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকটি দোকানেও হানা দেওয়া হয়। রাজনগর থানার পুলিশ এবার এক বড়সড় সাফল্য পেল।

    রাজনগর থানার পুলিশের তৎপরতায় পুলিশের জালে অবৈধ লটারি কারবারি ধরা পরল। লক্ষ লক্ষ টাকার লটারির এইসব জাল টিকিট রাজনগর এলাকায় বিক্রির উদ্দেশ্য ছিল বলে জানা গেছে। তার আগেই পুলিশের হাতে জাল টিকিট সহ গ্রেফতার হল ওই লটারি কারবারি।