|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির শিল্লাঘাট থেকে পারাজ মোড় ও কোলকোল মোড় থেকে পারাজ স্টেশন কমবেশি ১২ কিমি নতুন রাস্তা নির্মিত হচ্ছে। সেই রাস্তার বেশকিছু জায়গায় পেভার ব্লক বসানোর দাবী করছেন স্থানীয়রা। না হলে, কমবেশি ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা অল্প দিনেই নষ্ট হবার আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা জ্যোতির্ময় চ্যাটার্জী জানান, পিচের উপর লাগাতার জল পড়ায় আগের ভালো রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে গেছিল। তাই এবারেও এমন যেন না হয়, সেই বিষয়টি দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের দেখা উচিত। তিনি বলেন, “আমরা জানি পিচে জল পড়লে পিচের আঠালো ভাব নষ্ট হয়ে যায়। ফলে রাস্তার পাথর উঠে রাস্তায় গর্ত হতে শুরু করে। তাই ঢোলার মোড় থেকে শিল্লাঘাট পর্যন্ত পেভার ব্লক বসানোর জন্য আবেদন করছি।” তার দাবী, পেভার ব্লকের আয়ু দীর্ঘস্থায়ী। তাই বিষয়টি দায়িত্বে থাকা আধিকারিকদের ভেবে দেখার অনুরোধ করছি।
রাস্তাটি যাতে দ্রুত নষ্ট না হয়, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন গলসি ১ নং ব্লকের পুর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধক্ষ্য দোলন দত্ত। তিনি বলেন, “এলাকার মানুষের সুবিধার্থে ওই রাস্তা নির্মাণ করছে আমাদের সরকার। তাই দ্রুত নষ্ট যাতে না হয়, সেই বিষয়টি দেখতে হবে। আমি বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলবো।”
এলাকার অনেকেই জানান, শিল্লা থেকে ঢোলার মোড় পর্যন্ত বাজার রয়েছে। ধীর গতিতেই গাড়ি চলাচল করে বলে ওখানে নিত্য যানজট তৈরি হয়। ওই জায়গাতে বালির গাড়ির জল বেশি রাস্তায় পড়ে। তাছাড়াও বেশকিছু জায়গায় বালির গাড়ি ওজন করার জন্য ওয়েব্রীজ রয়েছে। সেখানে বালির গাড়ি ওজন করার জন্য রাস্তার উপরেই গাড়ি দাঁড়িয়ে যায় এবং গাড়ি থেকে জল রাস্তায় পড়ে। সেই কারণে ওই সমস্ত জায়গায় পিচ বছর ঘুরতে না ঘুরতেই নষ্ট হতে শুরু করে।
বিষয়টি নিয়ে পিডাব্লুইডি (রোড) এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনিরুল মল্লিক বলেন, “এখনই বলা সম্ভব নয়।” ডিপার্টমেন্টাল সার্ভে করার পর প্রয়োজনীয় জায়গাগুলিতে পেভার ব্লক বসানো হবে।